আ.লীগ সরকারকে ব্যর্থতার দায় নিতে হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার লুটপাট ছাড়া কিছুই জানে না। সর্বক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। তারা বন্যায় দুর্গতদের ত্রাণ সহায়তায় ব্যর্থ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তাদের কোন লক্ষণ দেখছি না। সর্বোপরি দেশ পরিচালনায় ব্যর্থতার প্রমাণ দিয়েছে তাই ব্যর্থতার দায় নিয়ে এই সরকার বিদায় নিতে হবে।

রোববার (১২ জুন) বিকেলে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নে জকিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জালালাবাদ এ্যাসোসিয়েশন ইতালি মিলান শাখার উপদেষ্টা এজিএম জয়নালের সহযোগিতায় বন্যার্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বারঠাকুরী ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাবু।

জেলা বিএনপির সভাপতি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাদণ্ড দিয়েছেন। তিনি খুবই অসুস্থ। এর পরও নেত্রীকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দিচ্ছে না। দেশনেত্রীর কিছু হলে এর দায় ভার সরকারকে নিতে হবে।’

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন সেলিম, সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট কাওছার রশীদ বাহার, জাহাঙ্গীর শাহ হেলাল, জেলা বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান, রফিকুল ইসলাম শাহপরান, আহাদ চৌধুরী শামীম।

সভায় অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন- জকিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জালালাবাদ এ্যাসোসিয়েশন ইতালি মিলান শাখার উপদেষ্টা এজিএম জয়নাল।

প্রধান বক্তার বক্তব্যে এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ সরকার স্বৈরাচার এরশাদকেও হার মানিয়েছে। নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বেগম খালেদা জিয়াকে বানোয়াট মামলায় সাজা দিয়েছে, তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছেনা। সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকেও পলাতক ঘোষণা করেছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ জিয়া পরিবারকে ভয় পায়। কারণ এদেশের জনগণ জিয়া পরিবারের সাথে আছে। ইনশাআল্লাহ তারেক রহমান একদিন বীরের বেশে প্রিয় জন্মভূমিতে ফিরেবেন।’

অনলাইনে সংযুক্ত হয়ে প্রবাসী বিএনপি নেতা এজিএম জয়নাল বলেন, ‘সরকার যদি বন্যার্তদের পাশে দাঁড়াত তাহলে দুর্গত মানুষদের ভোগান্তি কম হত। জনগণের প্রতি যে সরকারের দায়বদ্ধতা নেই, তাদের কৃষমতায় থাকার কোন অধিকার নেই।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, সহ-সভাপতি আব্দুস শহীদ মাসুক, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন, কবির আহমদ মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ, আহমদ সুলেমান চেয়ারম্যান, আব্দুস সাবুর, আজিজুর রহমান, আব্দুস সালিক মানিক, নিজামুল হক চৌধুরী, আবুল হোসেন, রুহেল আহমদ, জয়নুল হক, সামসুল ইসলাম লেইস, তারেকুল ইসলাম, রাসেদুল ইসলাম প্রমুখ।