আ.লীগ নিজ স্বার্থের জন্য মানুষকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে: ইমদাদ চৌধুরী

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, গোটা বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করে মানুষের ন্যায্য অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছিলো ফ্যাসিস আওয়ামী লীগ। তাই জণগণের ধাওয়া দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ ন্যায়বিচারের দৃষ্টান্ত আশা করে। ন্যায়বিচারের দৃষ্টান্ত দেখাতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মামলাগুলো বাতিল করতে হবে। বাংলাদেশের মানুষের সাহস এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে গণতান্ত্রীক আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে যাবে।

তিনি শনিবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে বিমান বন্দরে দলের নেতাকর্মীরা সংবর্ধনা জানালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধালণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি আমীর হোসেন, নিগার সুলতানা ডেইজী, ডা. আশরাফ আলী, আব্দুল হাকিম, রহিম মল্লিক, হুমায়ুন আহমদ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হোসেন লিটন, মাহবুবুল হক চৌধুরী, ফাতেমা জামান রুজি, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার প্রমুখ।