আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব বণ্টন করেছেন।
রোববার (৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
দলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন মাহবুব উল আলম হানিফ, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি, রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন ড. হাছান মাহমুদ এবং খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছেন আহমদ হোসেন, ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন মির্জা আজম, খুলনা বিভাগের দায়িত্ব পেয়েছেন বি এম মোজাম্মেল হক, চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগের দায়িত্ব পেয়েছেন এস এম কামাল হোসেন, বরিশাল বিভাগের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পেয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল ও রংপুর বিভাগের দায়িত্ব পেয়েছেন শ্রী সুজিত রায় নন্দী।
গত বছরের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।