আশুলিয়ায় এক পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও শিশুসহ এক পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকায় মেহেদী হোসেনের মালিকানাধীন পাঁচতলা বাড়ির চতুর্থ তলা থেকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন- বাবুল হোসেন, তার স্ত্রী সহিদা বেগম ও তাদের ১২ বছরের ছেলে মেহেদী হাসান জয়।

নিহতের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক আঁখি আক্তার জানান, বাবুল তার পরিবার নিয়ে প্রায় ৭-৮ বছর ধরে দুই রুমের ওই ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন। তারা দুজনেই আলাদা পোশাক কারখানায় কাজ করতেন। ফ্ল্যাটের অন্যদের সঙ্গে তেমন পরিচয় ছিল না তাদের। শনিবার সন্ধ্যায় চতুর্থ তলার বাবুলদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। এসময় তাদের ফ্ল্যাটের বাইরের দরজা ভেড়ানো অবস্থায় ছিল। পরে ভেতরে গিয়ে একটি কক্ষের বিছানায় মা ও তার ছেলে জয়ের লাশ ও আরেকটি কক্ষে বাবুলের হাত বাঁধা গলাকাটা লাশ দেখতে পাওয়া যায়। তিনি বলেন, ‘আমিই প্রথম পুলিশে খবর দেই।’

আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম বলেন, ‘আমরা তেমন কিছু জানি না। আজ দুর্গন্ধ পেয়ে সবাই এসে দেখে এই অবস্থা। প্রথমে জয় ও তার মায়ের লাশ সবাই দেখতে পেলেও পরে আরেক কক্ষে জয়ের বাবা বাবুলের লাশ পাওয়া যায়।’

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন্স) জামাল সিকদার বলেন, ‘একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের হত্যা করা হয়েছে। আমরা তদন্ত করছি। এখনও কারণ জানা সম্ভব হয়নি। বিস্তারিত পরবর্তীতে জানা যাবে।’