দেশের প্রখ্যাত ইসলামী আলোচক, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে শাহজালাল (রহ.) মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
বুধবার (১৭ মে) মাগরিবের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মেয়র পদপ্রার্থী, জাতীয় পার্টি’র কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের আহবায়ক শিল্পপতি নজরুল ইসলাম বাবুল।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি হুজুরের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। হুজুরের মৃত্যুতে আমরা সিলেটবাসী এক আধ্যাত্মিক ধর্মীয় পুরুষকে হারালাম। এ ক্ষতি অপূরণীয়। দোয়া করি পরুম করুণাময় আল্লাহ হুজুরকে যেন জান্নাত উঁচু মাকামে দান করুন। আমিন।’