সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের পরিবর্তে এমসি কলেজের মাঠে অনুষ্ঠিত হবে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের ৩ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল। নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং ধর্মপ্রাণ মুসলিমদের ব্যাপক উপস্থিতির বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে কুদরতউল্লাহ মার্কেটে নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের নির্বাহী পরিষদের সদস্য ড. নূরুল ইসলাম বাবুল।
সংগঠনের সভাপতি অধ্যাপক সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা এএইচএম সোলায়মানের পরিচালনায় মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন আনজুমানের নির্বাহী পরিষদ সদস্য ড. নূরুল ইসলাম বাবুল।
লিখিত বক্তব্যে বলা হয়, আল্লাহ দীর্ঘ এক যুগের পর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলটি পূর্ব নির্ধারিত তারিখে সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এ ব্যাপারে এমসি কলেজ মাঠের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে। সিলেটের ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনা করে আলোচনাক্রমে নির্ধারিত তারিখ ঠিক রেখেই শুধু স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আওয়ামী দুঃশাসনে রাজনৈতিক দলের ন্যায় দ্বীন প্রচারের কাজেও আল্লামা সাঈদী (র.) এর স্মৃতি বিজড়িত আলিয়া মাঠের মাহফিল করতে বাধা দেয়া হয়েছে। একবার মাঠে প্যান্ডেল নির্মাণের পরও মাহফিল করতে না দিয়ে স্টেইজ ভেঙ্গে মাইক খুলে নেওয়া হয়েছিল। বিগত ৫ আগস্ট ফ্যাসিস্ট ইসলাম বিদ্বেষী সরকারের পতনের পর আবারো আনজুমান ঐতিহ্যবাহী তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। মাহফিলে বিশ্ববরণ্যে আলেমে দ্বীনগণ তাফসীর পেশ করবেন। মাহফিলে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি এবং আলিয়া ময়দানে ধারণক্ষমতার চেয়েও বেশি মানুষ হলে পুরো নগরে তীব্র যানজট ও পদদলিত হয়ে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই আলিয়া মাদ্রাসা মাঠের পরিবর্তে সিলেট এমসি কলেজ মাঠে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় আনজুমানের নির্বাহী পরিষদ সদস্য হাফিজ আনওয়ার হোসাইন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নুরুল আলম উপস্থিত ছিলেন।