আলসেমি উদযাপনের দিন আজ!

জ আলসেমি উদযাপনের দিন। উঠতে-বসতে যাদের প্রতিদিনই দুয়োধ্বনি শুনতে হয় তারা আজ নিজের আলসেমিকে উদযাপন করতে পারেন!

প্রতি বছর ১০ আগস্ট যুক্তরাষ্ট্রে পালিত হচ্ছে National Lazy Day বা জাতীয় অলস দিবস। তবে দিবসটির কবে কিংবা কাদের উদ্যোগে প্রচলন হয়েছিল, সেই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হয়তো দিবসটির প্রণেতারা এতটাই অলস ছিলেন যে দিবসটির রেকর্ড রাখতেও আলসেমি করেছিলেন!

অলসতা একটি খারাপ অভ্যাস বিষয়টি আমরা সবাই জানি। কিন্তু অলসতার কিছু ভালো দিক জেনে আপনি অবাক হবেন, যেমন অলস ব্যক্তি দীর্ঘ সময় বিশ্রাম নিতে পারেন, তিনি পর্যাপ্ত ঘুমাতে পারেন। আর পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের ফলে মানসিক চাপ কমে, কাজে মনোযোগী হওয়া যায় ও স্মৃতিশক্তি উন্নত হয়। কিন্তু, পর্যাপ্ত ঘুম না হলে উদ্বেগ, হতাশা, দুর্বলতা বাড়ে। তাই অলসতা কিন্তু কখনো কখনো ভালোও হতে পারে।

ধারণা করা হচ্ছে, কাজের প্রেসার থেকে দূর থাকতেই অলস দিবসটির প্রচলন হয়েছিল।

সিলেট ভয়েস/এএইচএম