আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ তদন্ত করবে ফিফা

নেদারল্যান্ডসকে হারিয়ে গত পরশু কাতার বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ১২০ মিনিটের ম্যাচে ৪৮টি ফাউল আর ১৮ হলুদ কার্ডে বিশ্বকাপে রেকর্ডও হয়েছে। স্পেনের রেফারি অ্যান্তেনিও মাতেউ লাহোজের রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খেলোয়াড়-কোচিং স্টাফরা। এই ম্যাচ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ফিফার সংবিধানের ১২ (খেলোয়াড় ও কর্মকর্তাদের অসদাচরণ) ও ১৬ (ম্যাচের নিরাপত্তাবিষয়ক) নম্বর ধারায় তদন্ত কার্যক্রম শুরু হবে।

ম্যাচে সর্বোচ্চসংখ্যক হলুদ কার্ড দেখানোয় সমালোচনায় মুখর হয়েছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও ম্যাচের রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়েও ফল না হওয়ায় টাইব্রেকারে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।