পবিত্র হজ পালন করতে গিয়ে আরাফাতের ময়দানে অবস্থানের সময় হালিমা বেগম (৪০) নামে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে। নিহত হালিমা বেগম হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের মধুখানী মহল্লার হাজী আব্দুল হামিদের স্ত্রী।
মঙ্গলবার (২৭ জুন) সৌদি আরব সময় আসরের নামাজের পর ওই নারীর মৃত্যু হয়। এ নিয়ে হজে গিয়ে এবার ২৭ বাংলাদেশির মৃত্যু হলো।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, হালিমা বেগম গত ২৪ জুন হোটেলে মাথা ঘুরে পড়ে গেলে স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গতকাল (মঙ্গলবার) অ্যাম্বুলেন্সে করে তাকে আরাফার ময়দানে নেওয়া হয়েছিল। আসরের নামাজের পর সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। মৃতদেহ তার নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।
মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে দাফন করা হয়। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।
সিলেট ভয়েস/এএইচএম