আরাফাত রহমানের উদ্যোগে সিলেটে ত্রাণ দিল ‘প্রতিভাবান’

মুন্সিগঞ্জ জেলা সদরের পঞ্চসার ইউনিয়ন ৯নং ওয়ার্ডের নয়াগাঁও এলাকার বিশিষ্ট শিল্পপতি আরাফাত রহমানের পক্ষ থেকে ২০০ এবং একই গ্রামের অপর ব্যক্তির পক্ষ থেকে ৩০০ সহ মোট ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) কোম্পানীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বানভাসি মানুষের মধ্যে এসব ত্রাণ বিতরণ করে সামাজিক সংগঠন ‘প্রতিভাবান’।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও স্থানীয় সাংবাদিক কবির আহমেদের পরামর্শে উপজেলার অতিমাত্রায় প্লাবিত গ্রামের মধ্যে গুচ্ছগ্রাম, লামা ডেস্কিবাড়ি, ডালারপার, কোটবাড়িয়া বাজারসহ মোট ৭টি গ্রামে অসহায় গৃহবন্দী থাকা মানুষের ঘরে গিয়ে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী তাজেল আহাম্মেদ চৌধুরী, প্রতিভাবান সংগঠনের সভাপতি মো. সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ ফরিদ পলক, এরশাদুল আলম রাসেল, সংগঠনের সদস্য হাবিব খন্দকার, তন্ময়, আকাশ প্রমুখ।