আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে সিলেট নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিটার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সিলেটের সামগ্রিক অবস্থা বিবেচনায় ভর্তি মেলা উপলক্ষে স্পট এডমিশনে ৫০% ওয়েভারসহ শর্তসাপেক্ষে শতভাগ স্কলারশিপেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও দরিদ্র, মেধাবী ও মুক্তিযোদ্ধা সন্তানদের ভর্তিফিতে শতভাগ ওয়েভার ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তথা বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন- ইউজিসি’র নির্দেশনা শতভাগ মেনে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইইই, সিএসই, বিবিএ, ইংলিশ, ফ্যাশন ডিজাইন, বিডিপিএইচ, এমবিএ, ইএমবিএ, এমপিএইচ ও এম.এড প্রোগ্রামে শিক্ষাদান করা হচ্ছে বলে অনুষ্ঠানে সকলকে অবহিত করা হয়।
এছাড়াও সম্প্রতি এই ইউনিভার্সিটিতে বিআইআইএসডি নামে একটি ইন্সস্টিটিউট চালু হয়েছে এবং সামার ২০২৪ সেশনের জন্য শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
উল্লেখ্য, চলমান ভর্তি মেলা আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে।