আমরা চাই সবার অংশগ্রহনে সুন্দর নির্বাচন : বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি) বলেছেন, ‘বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকার নির্বাচন কমিশন ঘটন করেছে। আমরা বিগত কয়েকটা নির্বাচনও দেখেছি নির্বাচন কমিশন বলিষ্ঠ ভুমিকা রেখেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়ার জন্য। প্রধানমন্ত্রীও চান আমাদের যে গনতন্ত্র ব্যবস্থা এটা আরো পাকাপোক্ত করার জন্য।’

তিনি বলেন, ‘আগামীতে একটা প্রি-পেয়ার নির্বাচন হবে এবং সবার অংশগ্রহনের মাধ্যমে একটা নির্বাচন করতে চায় সরকার। আমরা চাই সবার অংশগ্রহনের মাধ্যমে এই দেশে সুন্দর নির্বাচন হবে এবং এই নির্বাচন সকলের কাছে গ্রহনযোগ্য হবে।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

এসময় তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, চৌমুহনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপন মিয়া, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস চকদার মাখন, খামারি মুক্তাকিন চৌধুরী, বেলাল আহামেদ চকদার সহ অনেকেই।