করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে। আশপাশের মানুষের সুরক্ষায় আইসোলেশনে থাকবেন বলে শনিবার নিজেই এ কথা জানিয়েছেন তিনি। খবর বিবিসি’র
এর আগে গত ২১ জুলাই করোনা শনাক্ত হয় মার্কিন প্রেসিডেন্টের, তখন মৃদু লক্ষণ অনুভব করেছিলেন। বাইডেন গত সপ্তাহের মঙ্গল থেকে শুক্রবারের মধ্যে চারবার করোনাভাইরাসের জন্য পরীক্ষা করিয়েছিলেন। প্রত্যেকবারই তা নেগেটিভ আসে।
হোয়াইট হাউজের চিকিৎসক ডা. কেভিন ও’কনর শনিবার জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন তেমন উপসর্গ অনুভব করেননি এবং বেশ ভাল বোধ করছেন। আলাদা হয়ে হোয়াইট হাউজ থেকে নিজের দাফতরিক কাজ করে যাচ্ছেন।
করোনার সংক্রমণ থেকে রক্ষায় দুই ডোজ টিকা নেওয়া আছে বাইডেনের। ফলে ঝুঁকি অনেকটাই কম বলছেন তার চিকিৎসকরা।