লিবিয়ায় আন্তর্জাতিক কোরআন হিফজ প্রতিযোগিতায় ২য় স্থান বিজয়ী জকিগঞ্জের মাদারখাল গ্রামের হাফিজ আবু তালহাকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন জকিগঞ্জবাসী।
সংবর্ধনা কমিটির আয়োজনে রবিবার (২৫ জুন) বিকেলে জকিগঞ্জের এমএহক চত্বরে ঐতিহাসিক সংবধনা সভায় সভাপতিত্ব করেন মুফতি আবুল হাসান।
সংবর্ধনা কমিটির সদস্য সচিব মাও. মখলিছুর রহমান ও কে.এম মামুনুর রশীদের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি জকিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুক উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুস ছবুর, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জামেয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের শায়খুল হাদিস শফিকুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবি মুশতাক আহমদ, শায়খুল হাদীস আল্লাহ আব্দুল মুছব্বির, জকিগঞ্জ পৌর মেয়র আব্দুল আহাদ, ওসি মোশারফ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, মাও. রেজাউল করিম, মোহাম্মদ বুরহান উদ্দিন, মর্তুজা আহমদ চৌধুরী, মাও. আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, মাওলানা ফয়জুর রহমান, ইউপি চেয়ারম্যান আফতাব আহমদ, আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, মাহমুদ হোসাইন, এমএ ফাত্তাহ, এমএ কুদ্দুস, আব্দুল কাইয়ুম, ফুজায়েল আহমদ।
বক্তারা বলেন, পবিত্র কোরআন এর এ প্রতিযোগিতায় হাফিজ তালহা বাংলাদেশ ও বাংলাদেশের পতাকা এবং জকিগঞ্জের মাটি ও মানুষকে সম্মানীত করেছে। তাই হাফিজ তালহা দেশ ও জকিগঞ্জ বাসীর গর্ব।