আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযোগিতার সেমিফাইনালে সিকৃবি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ার অনুষদের ৭ম ব্যাচের ৫ শিক্ষার্থী সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হাল্ট প্রাইজ প্রতিযোগিতার মূল পর্বে সেমিফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় মিতানুর ববি, শাহিদা বেগম, সাখাওয়াত হোসেন রাজু, মান্না দাস, আনিকা তাবাসসুম এর সমন্বয়ে গঠিত টিম টিএফ-কেইস (TFcase) এনজাইম দিয়ে কিভাবে টেক্সটাইল শিল্পে টেকসই কাজ করা যায় এ বিষয়ে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক ব্যবসা বিষয়ক প্রতিযোগিতা যারা বিশ্বের ১২০ টি দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এর আগে সিকৃবির উক্ত অনুষদেও ‘টিম এজেন্ট অব চেইঞ্জ’ এবং ‘টিম নিউট্রিশন ট্রেকার’ তুরস্ক এবং কাতারে অংশগ্রহণ করে সিকৃবির গবেষণা কার্যক্রম বর্হিবিশ্বে তুলে ধরেছে।

এদিকে তাদের এ সাফল্যে সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা শুভেচ্ছা জানিয়েছেন। ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রফেসর জামাল ছাত্র-ছাত্রীদের প্রায়োগিক গবেষণায় মনোযোগী হয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহবান জানান।

উল্লেখ্য, এ বছর বিশ্বের বিভিন্ন দেশের ৭০০ এর অধিক দল উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।