সিলেটের কৃতি ছাত্র দেবজ্যোতি দাশ সৌম্য ৩৫তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড এ অংশগ্রহণ করছে।
সৌম্য আগামী ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর ২০২৩ ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত ৩৫ তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ টিমের সদস্য হিসাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
চার সদস্যের এ টিমে সিলেটের দেবজ্যোতি দাশ সৌম্য, রাজশাহীর ফারহান আহমদ, জারিফ রহমান ও চট্টগ্রামের আবরার আল সামিত আরাফ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিযোগীদের সাথে বিভিন্ন ইভেন্টে অংশ নেবে।
বাংলাদেশ টিমের নেতৃত্ব দিবেন, বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. সোহেল রহমান ও ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. কায়কোবাদ।
এর আগে সৌম্য গত বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ৩৪তম আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্চ পদক লাভ করে। সিলেটের কৃতি শিক্ষার্থী সৌম্য এ বছর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এস এস সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে সিটি কর্পোরেশন কর্মকর্তা চন্দন দাশ ও শিখা রাণী দাশের জ্যেষ্ঠ সন্তান। সে সকলের আশীর্বাদ ও দোয়া একান্ত ভাবে কামনা করছে।