আনোয়ারুজ্জামানের পক্ষে ১৪ দলের গণসংযোগ

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন সিলেটের ১৪ দলের নেতৃবৃন্দ।

রোববার (১১জুন) সন্ধ্যায় সিলেট মহানগরীর সিটি মার্কেট বন্ধরবাজার এলাকায় তারা গণসংযোগ করেন। এসময় নেতৃবৃন্দ ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় অধিবাসীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তারা।

এসময় নেতৃবৃন্দ স্থানীয়দের ব্যবসা বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে অবহিত হন এবং ১৪ দলের প্রধান শরিক সরকারি দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হলে তারা নিজেরা উদ্যোগ নিয়ে সেসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

নেতৃবৃন্দ বলেন, ‘গত প্রায় ১০ বছর ধরে সিলেট ছিল উন্নয়ন দুর্ভোগের নগরী। উন্নয়নের নামে অপরিকল্পিত কাজকর্মের কারণে মানুষ কেবল দুর্ভোগই পোহাননি। অনেক প্রাণ পর্যন্ত ঝরেছে। তবে আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত হলে অবশ্যই আমাদের সবার সহযোগীতায় দুর্ভোগহীন উন্নয়ন আমাদের উপহার দিবেন। আমরা নিজেরাও সবসময় তার সাথে যোগাযোগ রক্ষা করে সিলেটবাসীর আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটাবো ইনশাল্লাহ।’

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া চৌধুরী, মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখার সভাপতি আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কাপালী, ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সভাপতি সিকান্দর আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দ্বীনবন্ধু পাল, সাম্যবাদী দল জেলা সম্পাদক ব্রজগোপাল চৌধুরী, আজাদ আলী তালুকদার, ওয়ার্কার্স পার্টির আব্দুল্লাহ খোকন, মহিতোষ চৌধুরী, হিমাংশু মিত্র, মাসুদ রানা চৌধুরী, বিজয় করিম, জাসদ নেতা আব্দুল হাসিব চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী, শাহজাহান জুবেরী, মুকুল আহমদ, মাহমুদুল হক চৌধুরী, সাম্যবাদী দলের ফজল আহমদ, শেখর ঘোষ, নিবাস চক্রবর্তী, গণতন্ত্রী পার্টির গুলজার আহমদ, আজিজুর রহমান খোকন প্রমুখ।