আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় করেছেন মোমেন ফাউন্ডেশন সিলেট এর চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে নগরীর ধোপাদিঘীরপার হাফিজ কমপ্লেক্সের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই দেশ আজ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই।
বক্তারা আরও বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আমাদের মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
মোমেন ফাউন্ডেশন সিলেট এর চেয়ারম্যান মিসেস সেলিনা মোমেন এর সভাপতিত্বে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিনী হলি চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজমিন হোসেন, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরান, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, সহ সভাপতি সালমা বাসিত, মারিয়ান চৌধুরী মাম্মী, এ জেড. জেবীন রুবা, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, ডা. নাজরা চৌধুরী, রোকসানা পারভিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা মহি উদ্দিন, আছিয়া সিকদার, সাজেদা পারভিন, সাবিনা সুলতানা, মাধুরী গুন, নাজমা খানম চৌধুরী, হামিদা খানম লনী, সালমা বেগম, জয়মতি, হাসিনা বেগম প্রমুখ।