আদর্শ মুজিবনগর গ্রামবাসী প্রথমবার পেলেন শ্রদ্ধা জানানোর সুযোগ

সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের বাসিন্দা সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।

তিনি মঙ্গলবার দুপুরে জয়শ্রী ইউনিয়নের আদর্শ মুজিবনগর (পুরাতন নাম শীমেরখাল) গ্রামের আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ৩৪টি পরিবারকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সুযোগ করে দেন। আর এরই মধ্য দিয়ে আদর্শ মুজিবনগর গ্রামবাসীরা প্রথমবারের মতো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সুযোগ পান।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিনয় ভূষণ তালুকদার ভানু তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, আদর্শ ও জীবনি সম্পর্কে আলোকপাত করার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর বিজয় তালকুদার, সজল কান্তি সরকার, উপকারভোগী বাবুল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বিকাশ রঞ্জন তালুকদার, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল আলম, সেলবরষ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি চন্দন তালুকদার, যুবলীগ নেতা চয়ন তালুকদার।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী অন্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে আদর্শ মুজিবনগর, গোপীনগর ও মলয়শ্রী গ্রামে উপকারভোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।

জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির টিম সদস্য বিনয় ভূষণ তালুকদার ভানু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন।