নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। যে আয় হয়, তার চেয়ে বেশি হয় ব্যয়। এতে কোনোমতে সংসার চলছে খেটে খাওয়া মানুষের।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামের গোকুল মোদক। মাধবপুর পৌর শহরে কর্মকার পট্টিতে সবজি বিক্রি করেন তিনি। প্রতিদিন সবজি বিক্রি করে ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় কোনোমতে সংসার চলছে তার।
স্ত্রী ও দুই মেয়ে নিয়ে সংসার গোকুল মোদকের। তিনি জানান, প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। তা দিয়ে সংসার চালাতে হয়। এক কেজি চাল কিনতে হয় ৬০ টাকা দিয়ে। তেল, লবণ, মরিচ, ডাল কিনে আর টাকা থাকে না। সরকারি সহযোগিতা বলতে শুধু ১০ টাকা কেজি দরে চাল কেনার একটি কার্ড আছে তার। কিন্তু ১০ টাকার চালও এখন ১৫ টাকা দিয়ে কিনতে হয়। অল্প আয় দিয়ে মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়াটাও কঠিন হয়ে পড়েছে তার জন্য।