আজ শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

তিন সপ্তাহ বিরতির পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে খেলায় ফিরছেন টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

সিরিজ সামনে রেখে দু’দলই প্রস্তুতি সম্পন্ন করেছে। নিজেদের মাঠে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। সফরকারী আফগানিস্তান দলেরও লক্ষ্য জয় দিয়ে সিরিজ শুরু করা। ওয়ানডেতে দু’দলের ১১ বারের মোকাবেলায় বাংলাদেশ জিতেছে সাতটিতে এবং আফগানিস্তান জয় পেয়েছে চার খেলায়।

ঈদের আগে একমাত্র টেস্ট ক্রিকেট ম্যাচেও আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে ওই জয়ের অনুপ্রেরণা নিয়েই বাংলাদেশ দল একদিনের সিরিজে মাঠে নামতে চায়। যদিও প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান সহজ নয়। সফরকারী দলে আছে রাশিদ খানের মতো পরীক্ষিত স্পিনার। যিনি যে কোন সময় খেলার পার্থক্য গড়ে দিতে পারেন। তবে প্রতিপক্ষের দূর্বলতা খুঁজেই রণকৌশল সাজিয়েছেন বাংলাদেশ কোচ। মাঠে নামবে সেরা একাদশ নিয়েই।

অন্যদিকে, পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে তারা আফগানিস্তান। একদিনের ক্রিকেট সিরিজ সামনে রেখে সফরকারীরা আবুধাবিতে প্রস্তুতিও নিয়েছে। যদিও ঘরের মাঠে বাংলাদেশ সব সময় শক্তিশালী প্রতিপক্ষ এরপরও জয়ের ব্যাপারে আশাবাদী আফগানরা।

সিলেট ভয়েস/এএইচএম