ভোটের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালন করবে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে এই রোডমার্চ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) থেকে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। বিএনপি জানিয়েছে, আজ ১৬ সেপ্টেম্বর রংপুর, সৈয়দপুরের দশ মাইল ও দিনাজপুরে, ১৭ সেপ্টেম্বর বগুড়া, সান্তাহার, নওগাঁ ও রাজশাহী, ২১ সেপ্টেম্বর ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট, ২৬ সেপ্টেম্বর ঝিনাইদহ, যশোর, নোয়াপাড়া ও খুলনায় এবং ৩০ সেপ্টেম্বর কুমিল্লা, ফেনী, মিরসরাই ও চট্টগ্রাম রোডমার্চ হবে।
সরকার পতনের এক দফা দাবিতে নতুন এই রোডমার্চ কর্মসূচি আজ ১৬ সেপ্টেম্বর রংপুর থেকে সৈয়দপুর-দশমাইল হয়ে দিনাজপুর পর্যন্ত যাবে। আগামীকাল ১৭ সেপ্টেম্বর বগুড়া থেকে সান্তাহার-নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত যাবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রোডমার্চে পরবর্তী ধাপের কর্মসূচি পরে ঘোষিত হবে।
সিলেট ভয়েস/এএইচএম