সারাদেশে আজ সোমবার ও কাল মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একইসাথে বুধবার তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা জানিয়ে আজ আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৭২ ঘন্টার জন্য পূর্বাভাস প্রকাশ করেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে, ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায় ৩১ মিলিমিটার। এ ছাড়া বরিশালে ২৯, বগুড়ায় ১৬, ভোলায় ১২, যশোরে ১০, গোপালগঞ্জ ও তেঁতুলিয়ায় ৭, চাঁদপুর ও মাইজদীকোর্টে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।