আজমিরীগঞ্জে মা-ইলিশ রক্ষায় নদীতে প্রশাসনের অভিযান

সারাদেশে সরকারি নির্দেশনা মোতাবেক গত ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ আহরণ, মজুদ, বাজারজাত করণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় নদী থেকে মা ইলিশ আহরণ রোধে হবিগঞ্জের আজমিরীগঞ্জে নদীতে অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় কালনী নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জেলেকে নগদ ৪ শত টাকা অর্থদন্ড প্রদান এবং দেড় হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমানসহ কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম জানান- কালনী-কুশিয়ারা নদীতে মা-ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ মাছ আহরণ, মজুদ, বাজার জাতকরণ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ নিশ্চিতকরণে এই অভিযান অব্যাহত থাকবে।