‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে বাড়ি ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২।
এ উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ভ্রাম্যমাণ আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় ও র্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমানসহ বাস স্টেশনে সকল কাউন্টারের ম্যানেজার, ড্রাইভার, মোটরসাইকেল চালক, ইজিবাইক চালক প্রমুখ।
ভ্রাম্যমান আলোচনা সভায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ ধারার সাধারণ নির্দেশনাবলি সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম।
এরপর র্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সমাপ্ত করা হয়।