আজভস্টলের বন্দি শীর্ষ কমান্ডারদের নেওয়া হয়েছে রাশিয়ায়

মারিউপোলে আজভস্টল স্টিল কারখানার দুই শীর্ষ কমান্ডারকে রাশিয়ায় স্থানান্তর করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে, তদন্তের জন্য ইউক্রেনের বন্দরনগরীর আজভ কারখানার দুই কমান্ডারকে নেওয়া হয়েছে দেশটিতে। খবর আল জাজিরার।

উল্লেখ্য, প্রায় এক মাসের বেশি সময় ধরে ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিউপোল অবরুদ্ধ করে রাখে রুশ বাহিনী। বিশাল আজভস্টল স্টিল কারখানাটিকে রক্ষায় সেখানেই প্রতিরোধ গড়ে তুলে ইউক্রেনীয় যোদ্ধারা। সম্প্রতি তারা আত্মসমর্পণ করে। রাশিয়ার হাতে আটক হয় শতাধিক ইউক্রেনীয় যোদ্ধা। এসব ইউক্রেনীয় যোদ্ধার ভাগ্য অনিশ্চিয়তার মুখে পড়েছে।

রাশিয়ান আইনপ্রয়োগকারী সূত্রের বরাতে তাস নিউজ শনিবার রাতে জানিয়েছে, আজভ ব্যাটালিয়নের উপ-কমান্ডার স্ব্যাটোস্লাভ পালামার ও ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ৩৬তম মেরিন ব্রিগেডের কমান্ডার সের্হি ভলিনস্কিকে রাশিয়ায় স্থানান্তরিত করা হয়েছে।

স্ব্যাটোস্লাভ ও সের্হি ভলিনস্কির বিরুদ্ধে বিচার শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ নিয়ে কিয়েভের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

তাদেরকে ডনবাসের ডনেস্ক থেকে রাশিয়ায় পাঠিয়েছে বিশেষ বাহিনীর কর্মকর্তারা। এর আগেও আটক হওয়া ইউক্রেনীয় অন্যান্য সেনাদেরকেও নেওয়া হয়েছে।