সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি দোকান। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজারের ব্যবসায়ীরা সকালে হঠাৎ আগুন দেখতে পান। পর মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
এতে প্রদীপ দেবের একটি তৈলের গোদাম, রাজু ভট্টাচার্যের রাজু ইলেকট্রনিক্স এর গোদাম, মৃদুল দেবের তুলার গোদাম, রিয়া ট্রেডার্সের পশুর পাখির ওষুধের দোকানসহ অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভাতে সহযোগিতা করেন। জগন্নাথপুর ও পার্শ্ববর্তী থানা থেকে আসা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জগন্নাথপুর বাজারে ৫টি গোদাম পুড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শুরুতে পুলিশসহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
সুনামগঞ্জ জেলার ফায়ার সার্ভিসের উপ পরিচারক তারেক আহমেদ ভুঁইয়া বলেন, ‘আগুন লাগার সাথে সাথে প্রথমে একটি ইউনিট কাজ করে, পরে আরো দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে জানান তিনি।