আগুনে পুড়ে ছাই গবাদি পশু ও বসতঘর

সুনামগঞ্জের জগন্নাথপুরে সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে নারিকেলতলা গ্রামে গবাদি পশু ও ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ওই গ্রামের জহির মিয়ার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের মঈন উদ্দিন মিয়ার ছেলে জহির মিয়ার বসতঘরে রাত ৩টার দিকে তারা আগুন দেখতে পান। তখন আশপাশের লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে জগন্নাথপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৯ আগস্ট) সকালে থানা পুলিশের একটি দল ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাড়ির মালিক জহির মিয়া বলেন, আমার প্রতিপক্ষ লোকজন দীর্ঘদিন ধরে সমস্যা সৃষ্টি করে আসছে। গতবছর আমার ভাইয়ের গাড়িতে আগুন দিয়েছিল। এবার আমার সবকিছু শেষ করে দিয়েছে। আমি রাত ৩টায় আমার গোয়ালঘরে আগুন দেখতে পাই। অসহায় হয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এর মধ্যে গরু বের করতে পারলেও ৪টি ভেড়া ও ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এএসআই মো. সুহেল বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি ও এসআই অলক স্যার ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।