আগামীকাল সিলেটে আসছেন জোনায়েদ সাকি

‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র গণসংলাপে আগামীকাল সিলেটে আসছেন জননেতা জোনায়েদ সাকি।

আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট জেলা কমিটির উদ্যোগে এ গণসংলাপের আয়োজন করা হয়েছে।

সংগঠনের সিলেট জেলা সংগঠক নিগাত সাদিয়ার সভাপতিত্বে গণসংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের নির্বাহী সমন্বয়কারী জননেতা আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু ও সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন।

এছাড়াও সিলেট মহানগর, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।