আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মিরাজ

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ২০২২ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে। এই একাদশে বাংলাদেশ থেকে একমাত্র জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এই একাদশে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে খেলোয়াড় স্থান পেয়েছেন। বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ের একজন করে খেলোয়াড় আছেন।

মিরাজ গেল বছর ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি মাঠে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। ব্যাট হাতে খেলেছেন ১০ ইনিংস। তার ব্যাট থেকে ৬৬ গড়ে এসেছে ৩৩০ রান। যার মধ্যে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি ছিল।
বল হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। ২৮.২০ গড়ে তুলে নেন ২৪ উইকেট।

বর্ষসেরা ওয়ানডে একাদশ : বাবর আজম (অধিনায়ক), ট্র‌্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।