চট্টগ্রামে ইসকনের সহিংসতায়

আইনজীবী হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামে ইসকনের উগ্র সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল করেছে শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবী এবং ইসকন নিষিদ্ধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাওলানা মো. মুজাহিদুল ইসলাম, স্টুডেন্টস অ্যালায়েন্স-এর উপদেষ্টা ফারহানা নাজনীন মিশি, এক্সিকিউটিভ মেম্বার ইসরাত জাহান ইপা, মো. ইমরান আহমেদ, শেখ আহমদ নাঈম সাকিব, মকবুল হোসেন, মুক্তাদির হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাওলানা মো. মুজাহিদুল বলেন, ‘জুলাই বিপ্লবে ছাত্র-জনতার রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে। হিন্দু ভাইদের অনুরোধ, আপনারা ষড়যন্ত্রে পা দেবেন না। আমরা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে অসাম্প্রদায়িক দেশ গড়ব।’

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। এতে ইসকনের উগ্র সদস্যরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত ওই আইনজীবী চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার জামাল উদ্দিনের ছেলে।