জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালত।
‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২৮ এপ্রিল) দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা।
বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.কে.এম ফয়সাল, পৌর মেয়র আব্দুল আহাদ, জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ চৌধুরী, ওসি মোশাররফ হোসেন, ওসি (তদন্ত) জোবাযের আল আদনান, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আহাদ, আইনজীবি কাওছার রশিদ বাহার, লিগ্যাল এইড এর আইনজীবি ফজলুল হক, ইউপি চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, খুররম আহমদ চৌধুরী প্রমুখ।
এসময় বিচারক শ্যামকান্ত সিনহা বলেন, সকল নাগরিক আইনের চোখে সমান। দরিদ্র জনগোষ্ঠি যাতে সমানভাবে আইনী সহায়তা পায়, সেই উদ্দেশ্যে সরকার লিগ্যাল এইড চালু করেছে। লিগ্যাল এইডের মাধ্যমে অসহায় দরিদ্র জনগণ সকল ধরণের আইনি সহায়তা পাবে।
সরকারের এ উদ্যোগকে তৃণমূল পর্যন্ত পৌছাতে জনপ্রতিনিধিসহ সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।