আইজিপি পুরস্কার পেলেন পুলিশ সদস্য জনি চৌধুরী

ভালো কাজের স্বীকৃতি হিসেবে আইজিপি পুরষ্কার পেয়েছেন সিলেট জেলা পুলিশের সদস্য জনি চৌধুরী। শনিবার (৮জুন) সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন–এর পক্ষ থেকে পুরষ্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

জানা যায়, চলতি বছরের ২ মার্চ দুপুর দেড়টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং গেইটের ১০ তলা ভবনের পাশে জেনারেটর রুমের পাশে ময়লার স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন দেখে লোকজন চিৎকার শুরু করলে পাশের একটি চায়ের দোকানে বসে থাকা পুলিশ সদস্য জনি চৌধুরী ছুটে আসেন এবং আগুন নেভান। তার প্রচেষ্টায় বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পাওয়া হাসপাতালটি। এমন প্রচেষ্টার স্বীকৃতি স্বরুপ তাকে পুরষ্কৃত করা হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সদস্য জনি চৌধুরী বলেন, ভালো কাজের জন্য আইজিপি পুরষ্কার আমাকে আরও অনুপ্রাণিত করেছে। এই পুরষ্কার আরও দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে ভালো কাজের প্রতি আরও উৎসাহ জোগিয়েছে।

পুরষ্কার প্রদান করায় সিলেটের পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।