অ্যাম্বুলেন্সের জন্য গাড়িবহর থামালেন মোদি

হিমাচল প্রদেশের কাংড়া জেলার ছাম্বিতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় একটি অ্যাম্বুলেন্স আসার আওয়াজ শুনে গাড়িবহর থামিয়ে দিতে বলেন তিনি।

বুধবার (৯ নভেম্বর) কাংড়ায় জনসভায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রাজনৈতিক কর্মসূচিতে প্রায়ই অ্যাম্বুলেন্স আটকে পড়তে দেখা যায়। তবে এমনটা এবার হয়নি। মোদি নিজেই তখন গাড়িবহর থামিয়ে দিতে বলেন বলে জানা গেছে। যে রুটে মোদির গাড়িবহর যাওয়ার কথা ছিলো সেই রুটে ট্রাফিক ডাইভার্ট করতে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিলো। এছাড়াও অনেক মানুষ জড়ো হয়েছিলো তাকে দেখার জন্য।

ভিডিওটি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি তার গাড়িতে বসে আছেন। আর একটি অ্যাম্বুলেন্স দ্রুত বেরিয়ে যাচ্ছে। তারপর তার গাড়িবহর চলতে শুরু করে এবং মোদি সেখানে জড়ো হওয়া সাধারণ মানুষদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।