অ্যাডভোকেট আলিফ স্মরণে ল’ইয়ার্স কাউন্সিলের দোয়া মাহফিল

চট্টগ্রামে নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মরণে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের উদ্যোগে জেলা বার হলে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের পূর্বে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। এর সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। মাহফিলে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের সর্বোচ্চ শাহাদাত কবুলিয়াতের বিশেষ মোনাজাত করা হয়।

ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. আলীম উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন- ল‘ইয়ার্স কাউন্সিল সিলেটের সেক্রেটারী এডভোকেট মো. আব্দুর রব, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাসহুদ আহমদ মহসিন, অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হুদা, অ্যাডভোকেট ইয়াছিন খান, অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট মইনুল ইসলাম, অ্যাডভোকেট কাজী আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহবুব আহমদ প্রমুখ।