অস্কারের শর্টলিস্টে প্রথমবার পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’

৯৫তম অস্কার আসরের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)। এতে ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’-এর সংক্ষিপ্ত তালিকায় রয়েছে পাকিস্তানি সিনেমা ‘জয়ল্যান্ড’।

যা পাকিস্তানি সিনেজগতের জন্য একটি ইতিহাস। আর ‘জয়ল্যান্ড’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশটির কোনো চলচ্চিত্র এ তালিকায় স্থান করে নিল।

অস্কারের জন্য ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’-এর সংক্ষিপ্ত তালিকায় রয়েছে জয়ল্যান্ড। এ তালিকায় মোট ১৫টি চলচ্চিত্র রয়েছে।

সিনেমাটি সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেয়ায় পরিচালক সাইম সাদিককে অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

https://www.instagram.com/joylandmovie/?utm_source=ig_embed&ig_rid=dd30e483-bdeb-470b-a64f-94d5a2719dda

জয়ল্যান্ড-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ফোন কলে সাদিককে অভিনন্দন জানাচ্ছেন। মামালা বলেন, ‘আপনি ও আপনার টিমের জন্য আমি খুবই আনন্দিত। এটা সত্যিই বড় একটা খবর। এটি সব শিল্পীদের জন্য এবং পাকিস্তানের জন্যেও একটি দুর্দান্ত মুহূর্ত।’

এদিকে চলতি বছর ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সতেঁ রিগা বিভাগে প্রতিযোগিতা করে জয়ল্যান্ড জিতে নেয় কুয়ের পাম পুরস্কার। যা পাকিস্তানের চলচ্চিত্র ইতিহাসে প্রথম।