অসুস্থ পররাষ্ট্রমন্ত্রী, গেলেন হাসপাতালে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তার উচ্চ রক্তচাপ ও ভার্টিগোজনিত (ঝিমুনি) সমস্যা বেড়ে যাওয়ায় তিনি মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে যান।

জানা যায়, মঙ্গলবার সকালে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহমানের চেম্বারে যান পররাষ্ট্রমন্ত্রী। হার্ট ফেইলিওর বিভাগের প্রধান প্রফেসর ডা. চৌধুরী মেশকাত আহমেদ এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রফেসর ডা. আবুল হাসনাত এসময় উপস্থিত ছিলেন।

চিকিৎসকরা পররাষ্ট্রমন্ত্রীর শারীরিক চেক-আপ করেন। চিকিৎসকের পরামর্শে মন্ত্রীর ইকোকার্ডিওগ্রাম এবং রক্ত পরীক্ষা করা হয়। আগামীকাল বুধবার (৭ সেপ্টেম্বর) এসব পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. শেখ ফয়েজ আহমেদ সাংবাদিকদের বলেন, গত রোববার রাত ৮টার দিকে পররাষ্ট্রমন্ত্রী অসুস্থবোধ করলে তাকে দেখতে যাই। ওইসময় তার রক্তচাপ কিছুটা অস্বাভাবিক ছিল এবং তার ভার্টিগো হচ্ছিল। তিনি জার্নি করার মতো অবস্থায় ছিলেন না।

এর আগে গত মার্চে তুরস্ক থেকে ঢাকায় আসার পথে পররাষ্ট্রমন্ত্রী একই সমস্যার কারণে বিমানে অজ্ঞান হয়ে যান বলে জানান শেখ ফয়েজ আহমেদ।