জনগণের সমর্থন নিয়ে অল্প সময়ের মধ্যে বিএনপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৫ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভা শেষে কমিটির আহ্বায়ক মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি মোটেও হতাশাগ্রস্ত দল নয়। দেশের সবচেয়ে জনপ্রিয় দল। যদি বিগত নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতো, তাহলে আজ রাষ্ট্রক্ষমতায় থাকত বিএনপি। দেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন করে। বাংলাদেশে বর্তমানে কী রাজনীতি চলছে, এটা সবাই জানে। এখান আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি। দেশের স্বাধীনতাই তো আজ হারিয়ে যেতে বসেছে। আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি।
তিনি বলেন, কারা স্বাধীনতা হরণ করছে, ব্যাংক লুট করছে, জনগণের ভোটাধিকার হরণ করছে, এটা সবাই জানেন। আজ হোক আর কাল হোক- সংগ্রামের মাধ্যমে জনগণ আবার তাদের মৌলিক অধিকার ফিরে পাবেই। এ সংগ্রামে বিএনপি নেতৃত্ব দেবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহান স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী, সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুস সালাম আজাদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক খান প্রমুখ।