অর্ধশতাধিক মানুষের চোখে আলো ফেরালো রোটারি ক্লাব সিলেট সেন্ট্রাল

রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ও যুক্তরাজ্যের চার্চ ওসওয়াল্ডথ উইসেল রোটারী ক্লাব ইউকে এর আর্থিক সহযোগীতায় ও জালালাবাদ চক্ষু হাসপাতালের তত্বাবধানে ক্যাটারেক্ট সার্জারির মাধ্যমে পৃথিবীর আলো দেখতে পেলো অর্ধশতাধিক মানুষ।

কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সুবিধাবঞ্চিত মানুষেরা এ সেবা গ্রহন করেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে জালালাবাদ চক্ষু হাসপাতালে কানাইঘাট থেকে আসা ক্যাটারেক্ট সার্জারি রোগীদের সফল অপারেশনের পর বিদায় জানাতে হাসপাতালে জড়ো হন রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান আফসর উদ্দিন আহমেদ চৌধুরীসহ এসিসটেন্ট গভর্নর পিপি রোটারিয়ান বিকাশ কান্তি দাস পিএইচএফ, পিপি রোটারিয়ান জিয়াউল হক, পিপি রোটারিয়ান নজরুল ইসলাম পিএইচএফ, পিপি রোটারিয়ান আব্দুল মুকিত আরএফএসএম, পিপি রোটারিয়ান রুহুল আলম পিএইচএফ, এ্যাসিসটেন্ট গভর্ণর পিপি রোটারিয়ান আবদুল মুহিত দিদার, রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরী পিএইচএফ সহ ক্লাব নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, রোটারিয়ানরা মানুষের কল্যানে কাজ করার উদ্দেশ্যে সেবাধর্মী এ আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হয়। ধর্মবর্ণ নির্বিশেষে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা হচ্ছে রোটারিয়ান লক্ষ্য উদ্দেশ্য। পৃথিবীর আলো দেখানো সবচেয়ে বড় মহৎ কাজ আজকের এ অর্ধশতাধিক মানুষকে পৃথিবীর আলো দেখানোর মাধ্যমে তাদের কর্মের এ বহিঃপ্রকাশ ঘটেছে।

তারা বলেন, ‘সমাজে আমাদের কাজের অনেক ক্ষেত্র আছে। আন্তরিকতা এবং সেবার মানসিকতা নিয়ে কাজ করলে আমরা সমাজকে অনেক কিছু দিতে পারবো এবং একটি কল্যানমুখি সমাজ গঠন করতে পারবো।’