অরূপ রাউৎ এর কবিতা ‘রাজনৈতিক বেশ্যা’

অলংকরণ : মাসুক হেলাল

রাজনৈতিক বেশ্যা
অ রূ প. রা উ ৎ

আমি ভাবছি,
মনটাকে আরেকটু উদার করার অভিনয় করবো,
দাড়ি-কমা, সেমিকোলন সব তুলে দিবো
সবকিছু অনন্ত উদার অসীমে গিয়ে ঠেকবে…!

আমি ভাবছি,
মনটাকে আরেকটু উদার করার অভিনয় করবো
গো-আযমের আঙ্গুলের ফাঁকে
চে-এর চুরুটের শেষাংশটি ধরিয়ে দিবো…!

আমি ভাবছি,
নুরু রাজাকারকে মাফ করে দিবো
শুধু মাফ করে দিবো তা নয়…
সাথে মোস্তাককে নিয়ে একটা সুরার পার্টি দিবো…!

আমি ভাবছি,
বঞ্চিত-নির্যাতিত-ত্যাগীদের ছেড়ে
বসন্তের কোকিলের সুরে সুর মেলাবো
প্রয়োজনে নেচেও দেখাবো…!

আমি ভাবছি,
মনটার সাথে দেহটাকেও আরেকটু উদার করে দিবো
চামড়া দিয়ে আর ঢেকে রাখবো না এ দেহকে…!

আমি ভাবছি,
প্রতিদিন অন্তত একবার করে
নেতা-নীতি সব পরিবর্তন করবো,
রাজপথ ছেড়ে পায়ুপথের রাজনীতিতে নামবো
তোমাদের মত আমার নামও হবে ‘রাজনৈতিক বেশ্যা’…!