অবশেষে বরখাস্ত করা হলো এডিসি হারুনকে

ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, বিপিএএ।

সোমবার (১১ সেপ্টেম্বর) এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, পুলিশ সদর দপ্তর থেকে বরখাস্তের অর্ডার জারি করা হবে। এ বিষয়ে আগেই তাকে উইথড্র (প্রত্যাহার) করা হয়েছে। এখন তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত পুলিশের।

এর আগে রোববার দুপুরে এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়। একই দিন সন্ধ্যায় তাঁকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

উল্লেখ্য, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন। ভুক্তভোগী দুজন হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।