নানা ঘটনার পর অবশেষে নয়াপল্টনে সমাবেশের অনড় অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। মিরপুরের সরকারি বাংলা কলেজ মাঠ অথবা কমলাপুর স্টেডিয়ামের মধ্যে যেকোনো একটি জায়গায় হবে এ সমাবেশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৃহস্পতিবার রাতে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি প্রতিনিধিরা।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু সাংবাদিকদের বলেন, ‘আমরা দীর্ঘ সময় পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। গতকালের (বুধবার) ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। আমাদের প্রথম দাবি ছিল,পার্টি অফিস খুলে দিতে হবে। তারা বলেছে, আপনারা পার্টি অফিসে যেতে পারেন, কোনো অসুবিধা নেই।
‘১০ তারিখের সমাবেশ পল্টন করতে চেয়েছিলাম, উনারা বলেছেন সোহরাওয়ার্দী। আমরা না বলেছি। আমরা আরামবাগও বলেছি, উনারা রাজি হননি। সেন্ট্রাল গভ স্কুল বললাম, সেটাও রাজি হয় নাই। পরে বললাম কমলাপুর স্টেডিয়াম। উনারা বলেছেন দেখছেন।
‘উনারা আরেকটা প্রস্তাব দিয়েছেন, সেটা হলো মিরপুর বাংলা কলেজ মাঠ। আমরা এখন সেখানে যাব। দুটি মাঠ পরিদর্শন করে যেটা পছন্দ হয়, আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে সেটা উনাদেরকে জানাব। ১০ তারিখ জনসভা আছে। আমাদের সব প্রস্তুতি আছে।’
বৃহস্পতিবার রাতেই দুটি জায়গা পরিদর্শন করা হবে বলে জানান বুলু।
বৈঠক শেষে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সমাবেশের ভেন্যু নিয়ে যে সংকট ছিল তা আগামীকালের মধ্যে (শুক্রবার) কেটে যাবে।
‘আমাদের সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনার পরিপ্রেক্ষিতে উনারা কমলাপুর স্টেডিয়াম চেয়েছেন। তারা কালশিতে রাজি নয়। মিরপুর বাংলা কলেজ মাঠ নিয়ে আলোচনা হয়েছে। দুইটা স্থানই আমরা দেখব, উনারাও দেখবেন। দুইটার মধ্যে একটা সিলেক্ট হবে।
‘আমি মনে করি, উনাদের সঙ্গে ভেন্যু নিয়ে যে দ্বিধা ছিল, তা কেটে যাবে।’
নিরাপত্তা নিয়ে ডিবি প্রধান বলেন, ‘যেকোনো জায়গায় ভেন্যু হোক, আমাদের পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উনারা যেন সুন্দর একটা প্রোগ্রাম করতে পারেন, আমরা বারবার সেই চেষ্টা করেছি।
‘আমরা সোহরাওয়ার্দীর কথা বলেছিলাম, সিকিউরিটি প্ল্যানও তৈরি করেছিলাম। উনারা রাজি হন নাই। তারপরও আমরা আন্তরিকতার হাত বাড়িয়ে তিনবার মিটিং করে দুইটা ভেন্যু সিলেক্ট করেছি। যেটা পছন্দ হয়, দুই পক্ষ একমত হয়ে ১০ তারিখ সেখানে সমাবেশ করবে। আজ রাতে নয়তো সকালে ভেন্যুগুলো দেখে সিদ্ধান্ত নেব।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের কার্যালয়ে যায়। প্রতিনিধিদলে বরকত উল্লা বুলু ছাড়াও ছিলেন এ জে মোহাম্মদ আলী, আহমেদ আযম খান, এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল।