বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ দিনেও শান্তিপূর্ণ রয়েছে সিলেট। এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল থেকে নগরের বিভিন্ন পয়েন্টে সিএনজিচালিত অটোরিকশাসহ স্বাভাবিক রয়েছে যানবাহন চলাচল। এমনকি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও স্বল্পসংখ্যক দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে, গণপরিবহন কম থাকায় ভোগান্তি বাড়ছে জরুরি কাজে চলাচলকারী সাধারণ মানুষের।
সড়ক-মহাসড়কে জরুরি পণ্যবাহী যানবাহন চলাচল করছে।
এদিকে অবরোধের সমর্থনে ভোরে দক্ষিণসুরমায় ঢাকা-সিলেট মহাসড়কের দুএক জায়গায় ঝটিকা মিছিল করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। তবে কোথায় নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। যদিও গতকাল সন্ধ্যায় অবরোধের সমর্থনে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল।
এর আগে হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দফায় পাঁচ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি।
বুধবার থেকে তৃতীয় দফায় আবার দুই দিনের অবরোধ শুরু হয়। আজ সেই তৃতীয়দফা অবরোধের শেষ দিন।