বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে রোববার ভোর ৬টা থেকে। তার আগের রাতেই (শনিবার রাতে) রাজধানীতে চারটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, সায়েদাবাদ ও গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নগরীর পৃথক তিনটি স্থানে ২৫ মিনিটের ব্যবধানে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এর মধ্যে নিউমার্কেটে গাউছিয়া মার্কেটের সামনে রাত সাড়ে ৭টায়, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে রাত ৭টা ৩৫ মিনিটে এবং সায়েদাবাদে জনপদের মোড়ে রাত ৭টা ৫৫ মিনিটে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনাটি ঘটে রাত ১০টার দিকে।
ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘নিউমার্কেটে গাউছিয়া মার্কেটের সামনে রাত সাড়ে ৭টার দিকে একটি মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৭টা ৪০ মিনিটে পলাশী ব্যারাক ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’
অপর ঘটনাটি ঘটে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে রাত ৭টা ৩৫ মিনিটে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৭টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে আগুন নেভায়।
সায়েদাবাদ জনপদের মোড় ফ্লাইওভারের নিচে বাসে আগুনের ঘটনাটি ঘটে রাত ৭টা ৫৫ মিনিটে। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এলিফ্যান্ট রোডে বাসে আগুন লাগার ঘটনার প্রত্যক্ষদর্শী অনিক বিশ্বাস শুভ বলেন, ‘আমি বাসের যাত্রী হয়ে মোহাম্মদপুরে যাচ্ছিলাম। রাত ৭টা ৩৫ মিনিটের দিকে আমাদের বাসটির ১০-১৫টি বাস সামনে একটি বাসে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখি। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসে প্রায় ১০-১২ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।’
গুলিস্তানে পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহনের একটা যাত্রীবাহী বাসে রাত ১০টার দিকে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা।
খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।