অপহরণের ২৫ দিন পর পাহাড়ে মিলল ৩ বন্ধুর লাশ

ক্সবাজারের টেকনাফ উপজেলায় পাত্রী দেখতে এসে অপহরণের শিকার তিন বন্ধুর মরদেহ ২৫ দিন পর পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহত তিনজন হলেন, ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, চৌফলদণ্ডী ইউনিয়নের রুবেল, কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। তারা তিনজন বন্ধু ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তিন বন্ধু ২৮ এপ্রিল টেকনাফে পাত্রী দেখতে আসেন। পরে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে ফিরে যাচ্ছিলেন। অটোরিকশা থামিয়ে পথ

ওসি আবদুল হালিম বলেন, “তাদের ছেড়ে দিতে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠায় অপরহরণকারীরা। তখন পরিবারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু গহীন জঙ্গলে অপহরণকারীরা বার বার স্থান পরিবর্তন করায় তিনজনকে উদ্ধার করা যায়নি।

“পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত একজনকে আটক করে র‌্যাব। তার স্বীকারোক্তি মত, লাশগুলো উদ্ধার করা হয়।“

অপহরণকারীদের ধরতে পুলিশ এবং র‌্যাবের কয়েকটি টিম গভীর পাহাড়ে অভিযান শুরু করছে বলে জানান ওসি। তিনি আরও বলেন, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।