জঙ্গিদের সাথে আন্তর্জাতিক যোগাযোগ বন্ধের অংশ হিসেবে অপরাধী সনাক্তকরণে দেশের বিমানবন্দরগুলোতে ‘এডভান্স পেসেঞ্জার ইনফরমেশন সিস্টেম’ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।
তিনি জানান, এ সিস্টেমের মাধ্যমে যাত্রীর টিকিট কাটার সাথে তার সকল তথ্য চলে আসবে। এছাড়া দেশের বর্ডারগুলোতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ই ভিসা কার্যক্রম শুরু হয়েছে। সেখানেও অপরাধীদের আগাম তথ্য পাওয়া যাবে।
শুক্রবার ( ২১ অক্টোবর) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ইন্টারন্যাশনাল মনিপুরী এসোসিয়েশনের এক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন তথ্য জানান।
এর আগে সম্মেলনে ইন্টারন্যাশনাল মনিপুরী এসোসিয়েশন নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে ভারতের মনিপুরের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে ঢাকা-ভারতের ইমফল সরাসরি বিমান যোগাযোগের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে বলেও জানান বিমান প্রতিমন্ত্রী।
এসময় বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে ঢাকা-ভারতের ইমফল’র মধ্যে রিজিয়নাল সমন্বয় তৈরির ব্যাপারে কাজ চলছে বলে জানান তিনি।
ইন্টারন্যাশনাল মনিপুরী এসোসিয়েশন-ইমা বাংলাদেশের সভাপতি অইনাম রামেদ্র কুমার সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইমার উপদেষ্টা প্রফেসর ডা. প্রমোদ রঞ্জন সিংহ, ইমা কেন্দ্রীয় কমিটির সভাপতি এস অনিল চন্দ্র সিংহ, ইমা বাংলাদেশের উপদেষ্টা ডা. জি অরুন কুমার শর্মা, ইমা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লরেম্বাম আশাপূর্ণা দেবী।