অনুমতি না মেলায় বিকল্প স্থানে শান্তি সমাবেশ!

বায়তুল মোকাররমের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও শান্তি সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগের তিন সংগঠন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবেশের অনুমতি না দেওয়ায় বিকল্প স্থান খোঁজা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

জানা গেছে, ইতোমধ্যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠ পরিদর্শনে গিয়েছেন।

এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে শান্তি সমাবেশের অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। শুরুতে মৌখিকভাবে তাদের সেখানে শান্তি সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে না করা হয়। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন।

এদিকে সমাবেশের থাকায় ঢাকা নিজেদের দখলে রাখতে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগের সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনগুলো।

জানা গেছে, অন্তত পাঁচ লাখ লোকের সমাগম ঘটাতে ঢাকা ও এর আশপাশের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ ও এর অন্যান্য সহযোগী সংগঠন, সংসদ সদস্যদের সঙ্গেও দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।