অনুদান পেল হতদরিদ্র রুহেলের পরিবার, ঘর পাওয়ার আশ্বাস

সিলেটের গোলাপগঞ্জে দুর্ঘটনায় আহত, হতদরিদ্র রুহেল আহমদের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ফাণ্ড থেকে ১০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে পৌর এলাকার ঘোগারকুল গ্রামে তার বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে অনুদানের টাকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান বলেন, ‘ওনার নিজস্ব জায়গা আছে। যেহেতু নিজস্ব জায়গা আছে সে কারণে আমরা ওনাকে ‘ক’ ভূমিহীন ও গৃহহীন তালিকায় অন্তর্ভুক্ত করতে পারব না। যখন আমরা ‘ক’ তালিকা শূন্য ঘোষণা করতে পারব তখন ‘খ’ তালিকায় ওনার নাম আমরা অবশ্যই অন্তর্ভুক্ত করে দেব। তখন ওনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন একটি ঘর, সেটা আমরা করে দিতে পারব।’

উল্লেখ্য, প্রায় এক দশক আগে একটি মারাত্মক দুর্ঘটনায় এক পা হারিয়ে ঘরবন্দী জীবনযাপন করছেন রুহেল আহমদ। বর্তমানে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। নিজের জায়গা থাকলেও টাকার অভাবে ঘর তৈরি করতে পারছেন না। রুহেল আহমদের অসহায়ত্ব তুলে ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।