‘অতিরিক্ত ডিআইজি’ র‍্যাংক ব্যাজ পরলেন ফয়সল মাহমুদ

সিলেট মেট্রোপলিটন পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হিসেবে ‘অতিরিক্ত ডিআইজি’ র‍্যাংক ব্যাজ পরলেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ পিপিএম।

রোববার (০২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এসএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে তাঁকে অতিরিক্ত ডিআইজির র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ ও পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফয়সল মাহমুদের সহধর্মিনী মিসেস ফয়সল।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ইয়াহিয়া আল মামুন।

এর আগে গেল ২১ সেপ্টেম্বর (বুধবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদকে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়।

ফয়সল মাহমুদের গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায়। তিনি দীর্ঘদিন ধরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তর, ডিবিসহ বিভিন্ন শাখায় উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।