তিন দিন পার হয়ে চার দিনের মাথায় অর্থাৎ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজারের পাশের এনেক্সকো টাওয়ারের আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। সর্বশেষ ২টি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে তারা।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আগুন সম্পূর্ণ নির্বাপণ করা গেছে। সর্বশেষ আমাদের ২ টি ইউনিট কাজ করেছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণে আসে।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই আগুন কেড়ে নেয় সব। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের মার্কেটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনে আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
অগ্নিকাণ্ডের সাড়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নির্বাপণ করা যাচ্ছিল না।